বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ইটনায় সরকারিভাবে বোর ধান সংগ্রহ শুরু 

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনায় সরকারিভাবে বোর ধান সংগ্রহ শুরু 

এবার হাওড় অঞ্চলের ইটনা উপজেলায় বৈশাখের শুরুতেই বোর ধান সংগ্রহের উদ্বোধন করা হয়। বুধবার (১৫ মে) ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাহিদ হোসেন কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহ শুরু করেন। 

তখন উপস্থিত ছিলেন, ইটনা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ফরহাদ, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, সজল সরকার, উপজেলার স্থানীয় সাংবাদিক এলাকার গন্যমান্য ব্যক্তিরা। 

এবছর ইটনা উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকদের মধ্য থেকে ৪ হাজার ৫৪৫ টন ধান ১২৮০ টাকা মণ দরে সংগ্রহ করা হবে। প্রত্যেক কৃষক তিন টন ধান দিতে পারবেন। 

উদ্বোধনকালে ইটনা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেন বলেন, কৃষক ধান দিতে যেন কোন প্রকার হয়রানির স্বীকার না হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।  

টিএইচ